Others

How To Plant Lilium or Tulip Bulbs in a Pot

আসসালামু আলাইকুম।

অনেকেই আমার কাছে লিলিয়াম/ টিউলিপ বালবের পটিং এর ব্যাপারে জানতে চেয়েছেন। সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, যেহেতু হল্যান্ড থেকে আমদানি করা আমাদের লিলিয়াম/টিউলিপ বালবগুলো কাট ফ্লাওয়ার জাতের; তাই এগুলোর প্রতিটি বালবের পটিং এর জন্য একটু বেশী জায়গা প্রয়োজন হয়। নরম্যালি ৭-৮ ইঞ্চি টবে একটি কাট ফ্লাওয়ার লিলিয়াম অথবা একটি টিউলিপ বালব  লাগানো যায়, ১৬ ইঞ্চি টবে ৩-৪টি বালব একসাথে লাগানো যায়।

মিডিয়া তৈরি:

লিলিয়াম/টিউলিপের জন্য ৫৫% কোকোপিট, ২৫% ভরাট বালি (সাদা বালি) আর ২০-২৫% শুকনো পচা গোবর গুড়া/ ভারমি কম্পোষ্ট (ভারমি কম্পোষ্ট ব্যবহার সবচেয়ে ভাল) একত্রে ভালভাবে মিশিয়ে এরপর পটে মিশ্রণ নিতে হবে। পটের উপরিভাগ হতে ৩-৪ ইঞ্চি গর্ত করে তাতে বালব বসিয়ে রেখে উপরিভাগ মিশ্রণ দিয়ে ঢেকে হাল্কা পানি ছিটিয়ে দিতে হবে যাতে পটের মিডিয়া মোটামুটি ভেজা হয়। ব্লক এর কোকোপিটে EC লেবেল কম থাকে বিধায় তা লিলিয়ামের জন্য অধিকতর ভাল। যদি পারা যায় ব্লক না পেলে লুজ কেনা কোকোপিট ব্যবহারের আগে পানিতে ২৪-৪৮ ঘন্টা ভিজিয়ে রেখে এরপর রোদে ভালভাবে শুকিয়ে ব্যবহার করা ভাল। তাতে এর EC লেবেল কমে আসে যা লিলিয়াম এবং টিউলিপ বালব ও গাছের জন্য ভাল।

পানি:

যেহেতু কোকোপপিট মিডিয়া তাই পানি দেয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। মিডিয়া শুকনো হলেই আবার পানি আলতো করে ছিটিয়ে পটের মিডিয়া ভিজিয়ে দিতে হবে। তবে মিডিয়া যেন অতিরিক্ত শুকনো আবার অতিরিক্ত ভেজা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পটের মিডিয়ায় সবসময় হাল্কা ময়েশ্চার থাকতে হবে। অতিরিক্ত ভেজা মিডিয়া বিভিন্ন রোগের এবং বাল্ব পচে যাওয়ার কাড়োণ হোয়।

আলো/তাপঃ

পট এমন জায়গায় রাখতে হবে যেন গাছগুলো সকাল বেলার রোদ (ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত) সরাসরি পায়। বাকি সময় আলো পাবে কিন্তু সরাসরি রোদ পাবেনা। দুপুরের রোদ পাবে এমন জায়গায় টিউলিপ অথবা লিলিয়াম গাছ রাখা যাবেনা বা বালব লাগানো যাবেনা অথবা রাখলে সেখানে যেন গাছে সরাসরি দুপুরের রোদ না পড়ে সেজন্য শেড নেট বা অন্য কিছু দিয়ে ছায়ার ব্যবস্থা করতে হবে। সবচেয়ে ভাল হয় যদি কারো শেড নেট / অর্কিড হাউস থাকে সেখানে রাখতে পারেন। অথবা ছাদে রাখলে বড় গাছের ছায়ায় রাখতে পারেন। টিউলিপ বা লিলিয়াম ঠান্ডা জায়গা পছন্দ করে। লিলিয়াম এবং টিউলিপ গাছ যত বেশী তাপ পাবে বা গরম আবহাওয়ায় থাকবে তত তাদের গাছের সাইজ নরম্যালের চেয়ে ছোট হতে থাকে যা কলি এবং ফুল আসার এবং ফুলের সাইজের উপর প্রভাব বিস্তার করে।

যত্নঃ

কাট ফ্লাওয়ার লিলিয়াম গাছগুলো যেহেতু ৩-৪ ফুট উচ্চতার হয়, বাতাসে এবং ফুলের ভারে যেন হেলে না পরে সেজন্য শক্ত খুঁটির ব্যবস্থা অবশ্যই করতে হবে। সব্জি/ যেসব গাছে সাধারণত পোকামাকড় বেশী আসে অথবা রোগ বালাই বেশী হয় ওইগুলোর পাশে এই গাছ না রাখাই ভাল। সপ্তাহে একদিন বা মাসে ২ বার নিড়ানি দিয়ে গাছের গোড়ার চারদিকের মিডিয়া হাল্কা নিরিয়ে একটু লুজ করে দিতে পারেন। না দিলেও কোকো মিডিয়া হলে খুব একটা সমস্যা হয়না।

উপরোক্ত আলোচনা আমাদের ৪ বছরের অভিজ্ঞতার আলোকে লিখা। এর বাইরেও অনেক বাগানী লিলিয়াম এবং টিউলিপ বাগানে চাষ করে থাকেন। যারা আগে থেকে টিউলিপ/লিলিয়াম বালব থেকে ফুল করছেন তারা প্লিজ বিনা সংকোচে আপনাদের অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আপনার অভিজ্ঞতা, আপনার জ্ঞান কেউ নিতে পারবেনা, কিন্তু তা থেকে মানুষ উপকৃত হোক এটাই আমাদের কাম্য।

ধন্যবাদ সবাইকে।

সবুজের সাথেই থাকুন।

©মোঃ রাকিবুল হাসান

ফাউন্ডার এবং প্রোপ্রাইটর

এগ্রি একুয়া বিডি (AGRI AQUA BD)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *