ক্যালাথিয়া সিলভার প্লেট (Calathea Silver Plate) একটি অত্যন্ত দৃষ্টিনন্দন একটি ইনডোর প্ল্যান্ট, যার পাতাগুলো ধুসর ও সবুজ রঙের মিশেলে শোভাময়, পাতার পেছনটা বেগুনি। এই গাছের উপযুক্ত যত্ন না নিলে পাতা বিবর্ণ বা নষ্ট হয়ে গাছ একসময় মারাও যেতে পারে। অনেকেই ক্যালাথিয়া গাছের যত্ন সম্পর্কিত বিষয়ে আমাদের কাছে জানতে চান।
নিচে আমার অভিজ্ঞতার আলোকে ক্যালাথিয়া গাছের যত্ন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আলোকপাত করা হলো:
🌿 আলো:
সব ধরণের Calathea গাছই প্রাকৃতিক পরোক্ষ আলো পছন্দ করে। তবে খুব সকালের ঠান্ডা রোদ ব্যতিত সরাসরি সূর্যালোক সহ্য করতে পারে না। জানালার পাশে একটি হালকা ছায়াযুক্ত জায়গা আদর্শ।
💧 পানি:
এই গাছ স্যাঁতসেঁতে মিডিয়া পছন্দ করে, তবে মাটি যেন সবসময় অতিরিক্ত ভিজে না থাকে। পানি দেওয়ার আগে মাটির উপরিভাগ শুকনো কি না তা দেখে নিন।
💨 আর্দ্রতা:
প্রায় সকল Calathea গাছ উচ্চ আর্দ্রতা (হিউমিডিটি) পছন্দ করে। রুম হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে অথবা পাতায় দিনে একবার পানি ধোয়া করে স্প্রে করুন। শুষ্ক বাতাস বা অবস্থায় গাছ দীর্ঘদিন থাকলে পাতার রং বিবর্ণ হতে থাকে।
🌡 তাপমাত্রা:
২৪°–২৮° সেলসিয়াস তাপমাত্রা এই গাছের জন্য বেশি উপযুক্ত। গাছ এমন জায়গায় রাখুন যেন জায়গাটি অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা না হয়। অতিরিক্ত ঠান্ডায় পাতার রঙ হাল্কা হয়ে যায়।
🌱 সার প্রয়োগ:
বৃদ্ধির মৌসুমে (শীতকাল ব্যতিত) মাসে একবার হালকা NPK 19-19-19 সার ব্যবহার করুন। শীতে সার দেওয়া এড়িয়ে চলুন।








